web analytics

Today Coronavirus Latest Update in Bangladesh|Update Live Now

Bangladesh Coronavirus Update

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশে গত ২৪ ঘণ্টায় আরো ৮ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট ১৬৩ জনের মৃত্যু হলো। এছাড়া নতুন করে ৬৪১ জন এ ভাইরাসে আক্রান্ত হয়েছেন। যা এখন পর্যন্ত একদিনের পরিসংখ্যানে রেকর্ড। এ নিয়ে সারাদেশে মোট ৭১০৩ জন করোনা রোগী শনাক্ত হলো।

বুধবার দুপুরে স্বাস্থ্য অধিদফতরের করোনাভাইরাস সংক্রান্ত নিয়মিত হেলথ বুলেটিনে এসব তথ্য জানানো হয়। অনলাইনে বুলেটিন উপস্থাপনা করেন স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।

বুলেটিনে বলা হয়, করোনাভাইরাস শনাক্তে গত ২৪ ঘণ্টায় আইইডিসিআরসহ ২৫টি প্রতিষ্ঠানে ৪ হাজার ৯৮০টি নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে আরো ৬৪১ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। ফলে করোনায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৭ হাজার ১০৩ জনে।

আক্রান্ত রোগীদের মধ্যে গত ২৪ ঘণ্টায় ৬ পুরুষ ও দুই নারীসহ মোট মারা গেছেন ৮ জন। এদের মধ্যে চার জন ষাটোর্ধ্ব, ৫১-৬০ বছর বয়সের মধ্যে দুইজন এবং ৪১-৫০ বছর বয়সের মধ্যে দুইজন। এই ৮ জনের মধ্যে ছয় জন ঢাকার বাসিন্দা বাকিরা ঢাকার বাইরের। এ নিয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়াল ১৬৩ জনে। এর মধ্যে ১৩৭ জনই ঢাকায় মারা গেছেন।

গত ২৪ ঘণ্টায় আরো ১১ জন করোনাভাইরাসে আক্রান্ত রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। এ নিয়ে মোট ১৫০ জন সুস্থ হলেন। 

দেশে করোনাভাইরাসে সংক্রমিত (কোভিড-১৯) প্রথম রোগী শনাক্ত হয় গত ৮ মার্চ। ১৮ মার্চ করোনাভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়।

আন্তর্জাতিক জরিপকারী সংস্থা ওয়ার্ল্ডওমিটার এর তথ্য অনুযায়ী প্রাণঘাতী মহামারি করোনাভাইরাসে বিশ্বজুড়ে মৃতের সংখ্যা ২ লাখ ১৮ হাজার ১৩৯। এছাড়া আক্রান্ত হয়েছেন ৩১ লাখ ৪৬ হাজার ২০০ জন। সুস্থ হয়ে উঠেছেন ৯ লাখ ৬১ হাজার ৭৮৫ জন।

ডেইলি বাংলাদেশ/এএএম/টিআরএইচ

Today Coronavirus Update in Bangladesh. WHO Bangladesh (World Health Organization) More than the role of the Coronavrise disease. Coronavirus Update Next update. Day by Day increase and disease huge people in our country. coronavirus Confriem disease and six new cases in the last 24 hours in our Bangladesh. Today Coronavrise Latest Update available on our site at www.nuacresults.com. Now a day some people disease the Coronavrise. Today disease in the Worldwide Confirmed 1,447,466 Recovered 308,215 Deaths 83,471. Now Time in Our Country Bangladesh Live Bangladesh Confirmed 218 Recovered 33 Deaths 20. So be careful about your family and you. Just now you can Stay home and Government roles because of Government wants to save our life. So we are mentions our Government rule and be carefully stay home.

Coronavirus (COVID-19) Map

Coronavirus Update 2020

The word coronavirus is derived from the Latin corona, which means crown. Because the electron microscope looks like a crown on the virus. And don’t name it. The virus’s surface is rich in proteins, which are made up of by the viral spike papilloma. This protein destroys infected tissues. There are many species of coronavirus. Coronaviruses of all species typically display four types of proteins called spike (S), envelope (E), membrane (M), and nucleocapsid (N).

Bangladesh statistics

Total Confirmed Total Recovered Total Deaths
5,913 131 152

Worldwide statistics

Total Confirmed Total Recovered Total Deaths
3.04M 895K 211K

Coronavirus disease (COVID-19) Symptoms

How to understand coronavirus? After looking at some of the symptoms, you will know if you have the virus. Following below the full information here

Common symptoms include:

  • fever
  • tiredness
  • dry cough.

Other symptoms include:

  • shortness of breath
  • aches and pains
  • sore throat
  • and very few people will report diarrhea, nausea or a runny nose.

How to prevent coronavirus?

  • A) Wash your hands after a cough or cough.
  • B) Cover your mouth before coughing or sneezing.
  • C) Avoid intimacy with someone if you think you are infected.
  • D) Avoid eating cooked meat and eggs.
  • E) Keep yourself hydrated all the time.
  • F) Take medication only when symptoms appear and do not let the situation get worse.
  • G) Avoid smoky areas or smoking.
  • H) Take appropriate rest.
  • I) Stay away from the crowd.

More information here>> Coronavirus disease (COVID-19)

Leave a Comment